প্রথম দিবসে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন ছুটির পর সোমবার প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে বেড়েছে সব ধরনের সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণও। একই সঙ্গে ঢাকার বাজারে বৃদ্ধি পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
এদিকে ঈদের পর প্রথম দিন ব্রোকারেজ হাউসে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিটি হাউসে কর্মকর্তা, কর্মচারী আর বিনিয়োগকারীদের ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। কোরবানির ঈদের বিশেষ মুহূর্ত বিভিন্ন কাহিনী গল্প গুজবে মুখরিত ছিল হাউসগুলো।
সোমবার দিনশেষে বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩১ কোটি টাকা বেশি। গত কার্যদিবস অর্থাৎ ২২ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি টাকা। আজ ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দর বেড়েছে, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২০ পয়েন্টে এবং সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকার।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ঈদের ছুটির পর আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। একই সঙ্গে চালু হয়েছে দুই স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম।
এসআই/একে/পিআর