অবশেষে ফিরতি হজ ফ্লাইটটি জেদ্দা থেকে উড়লো


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

অবশেষে জেদ্দা থেকে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের প্রথম  ফিরতি হজ ফ্লাইট বিজি-৬০১২। বাংলাদেশ সময় বেলা ২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন শাখা এ তথ্য নিশ্চিত করে জানায়, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়  ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

সোমবার সকাল ৯টা ২০মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটির অবতরণ করার কথা থাকলেও সিডিউল বিপর্যয়ের কারণে সেটি নির্ধারিত সময়ে আসেনি।

বিমানের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ফ্লাইটটি জেদ্দা ত্যাগ করেছে। সব কিছু ঠিক থাকলে ডিলে ফ্লাইটটি রাত সাড়ে ৮টায় শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারে।

তবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খাঁন মোশাররফ হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা তাসমিন আক্তার।  

খাঁন মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, প্রথম ফিরতি হজ ফ্লাইট বিকেল সাড়ে ৪টার পর যেকোনো সময়ে এসে পৌঁছতে পারে। তিনি সিডিউল বিপর্যয়ের জন্যে জেদ্দার অব্যবস্থাপনাই দায়ী করেছেন। আর জনসংযোগ কর্মকর্তা তাসমিন আক্তার বেলা তিনটায় প্রতিবেদককে বলেন, আমরা এখনো বলতে পারছি না ফ্লাইটটি কখন এসে পৌঁছবে। তবে জানার চেষ্টা করে যাচ্ছি। অথচ বাংলদেশ সময় বেলা ২টায় ফ্লাইটটি জেদ্দা থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে।

উল্লেখ্য, লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।

বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় হজ ফ্লাইট বিজি-২০১৪ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছার কথা।

আরএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।