পাইলটের সময় জ্ঞান!

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ নভেম্বর ২০১৯

সময় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। ফলে তাকে রেখেই গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেয় ড্রিমলাইনার (বোয়িং ৭৮৭) ফ্লাইটটি।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক রুটের যেকোনো ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা আগে বিমানের চেকিং কাউন্টার বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরিতে যাত্রী হিসেবে বিমানবন্দরে গিয়ে হাজির হন পাইলট হাসিব। ফ্লাইটে উঠতে তিনি কাউন্টারে দায়িত্বরতদের কাছে বারবার অনুরোধও জানান। সেখান থেকে যোগাযোগ করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। কিন্তু সেখান থেকে ক্লিয়ারেন্স না আসায় পাইলটকে সিঙ্গাপুরগামী ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। সবশেষে তাকে রেখেই গন্তব্যের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার (বোয়িং ৭৮৭) ফ্লাইটটি উড়ে যায়।

পাইলট হাসিবকে বিলম্বের কারণে অফলোড করার কথা স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা আগে এবং অভ্যন্তরীণ রুটে আধাঘণ্টা আগে চেকিং কাউন্টার বন্ধ হয়ে যায়। নিরাপত্তা নিয়ম অনুযায়ী এমনটি করা হয়ে থাকে।

পাইলট হাসিবের বিলম্বের কারণ জানতে একাধিকবার তার মোবাইলফোন যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

আরএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।