সাবেক সেতু সচিবসহ ৭ জনকে অব্যাহতি


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২৬ অক্টোবর ২০১৪

পদ্মা সেতু দুর্নীতি মামলায় সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ৭ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ অব্যাহতির আদেশ দেন।

মামলার অব্যাহতিপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজি মোহাম্মদ ফোরদৌস, সাবেক নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমদ জাবেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, ফরেন ডিরেক্টর মো. ইসমাইল, ফরেন ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ, ফরেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেদ।

ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের কাজ দরদাতা প্রতিষ্ঠান এসএমসি লাভালিন ইন্টারন্যাশনাল লিমিটেডকে পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করায় দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ জাহিদ ২০১২ সালের ১৭ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক জাহিদুল আলম ওই সাতজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।