সুপারস্টারের মুখোশের আড়ালে


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

রাজ এই শহরের সবচেয়ে বড় সুপারস্টারের নাম। অসাধারণ এক অভিনেতা। তার বিকল্প দূরের কথা প্রতিদ্বন্দী কেউ নেই। এক সময় তার নাম ছিল রাজা, যে ছিল সহজ সরল ও সৎ মানুষ।

কিন্তু সময়ের আবর্তে সে হারিয়ে গেছে অর্থ, খ্যাতি, দম্ভ আর অহংকারের মূখোশের রাজ্যে। আজ আর তাই রাজা ও রাজের মধ্যে কোনও মিল পাওয়া যায় না। না জীবনের চাকচিক্যে, না আচরণে।

কিন্তু সত্যিই কি রাজ পেরেছে রাজাকে মুছে ফেলতে? সেই প্রশ্নের উত্তর জানতেই চোখ রাখতে পারেন এনটিভির পর্দায়। ঈদের ৫ম দিন মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘মুখোশের আড়ালে’। যেখানে মুখোমুখী হবে রাজা ও রাজ।

নাটকের কেন্দ্রীয় চরিত্র সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ আফরান নিশো। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি, সেজাদ, আশিষ প্রমুখ।

টম ক্রিয়েশনস’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। যৌথভাবে এটি রচনা করেছেন তৌফিক নওয়াজ ও নির্মাতা নিজেই।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।