দুই মিলানের পরাজয়


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সিরিআ’তে মৌসুমের প্রথম হারের দেখা পেলো ইন্টার মিলান। একই দিনে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানও মৌসুমের তৃতীয় হারের স্বাদ পেয়েছে। নিকোলা কালিনিচের হ্যাটট্রিকের ফিওরেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিদ্ধস্ত হয়েছে ইন্টার। আর জেনোয়ার বিপক্ষে এসি মিলানের হারটি ১-০ গোলে।

ঘরের মাঠ স্টাডিও জিউসেপ্পি মিয়াজ্জাতে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার। ডি বক্সের মাঝে ফিওরেন্টিনার নিকোলা কালিনিচকে ইন্টার গোলরক্ষক সামির হান্ডানোভিচ ফাউল করলে পেনাল্টি পায় ফিওরেন্টিনা। এই সুযোগ দৃঢ়তার সঙ্গে কাজে লাগান জসিপ লিচিচ।

এই গোলের পর শুরু হয় নিকোলা কালিনিচের জাদু। ১৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করেন। পাঁচ মিনিট পর মার্কোস অলানসোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ক্রোয়েশিয়ান। তবে হ্যাটট্রিক করতে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। জসিপ লিচিচের ক্রস থেকে বল পেয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের উল্লাসে মাতেন কালিনিচ।

অপর ম্যাচে ব্লেরিম জিমাইলির একমাত্র গোলে এসি মিলানকে হারিয়েছে জেনোয়া। ম্যাচের ১০ মিনিটেই তিনি এই গোল করেন। তবে এরপর বেশ কিছু আক্রমন করে আর গোল শোধ করতে পারেনি মিলান।

ইন্টারকে হারিয়ে ৬ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো ফিওরেন্টিনা। আর এই পরাজয়ে দুই নম্বরে নেমে গেলো ইন্টার। আর ৬ ম্যাচে ৩টি জয় নিয়ে তালিকার ১০ম স্থানে রয়েছে এসি মিলান।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।