মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষা : শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শাহবাগে আসলে পুলিশি বাধায় সেখানেই অবস্থান নেয় তারা। তবে শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

তারা আরো বলছে, সাধারণ মানুষকে জানাতে দুর্নীতির প্রমাণসহ লিফলেট তৈরি করা হয়েছে। যা আজ (সোমবার) থেকে বিতরণ করা হবে।

উল্লেখ্য, মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবির কর্মসূচি পালনের নবম দিনে গতকাল রোববার এই সমাবেশের ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে সোমবার সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, আজকের মধ্যে দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।