পেঁয়াজ ব্যবসায়ীদের মেয়রের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার নগর ভবনে পেঁয়াজ, ডালসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মেয়র সাঈদ খোকন বলেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। আমরাও চাই ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটুক। তাই ব্যবসায়ীদের যে কোনো যৌক্তিক দাবি পূরণ করার আশ্বাস দিতে চাই। পাশাপাশি ব্যবসায়ীদেরও মার্কেটের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে।

onion-1

তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎস কর কমানোর বিষয়টি বিবেচনার জন্য রাজস্ব বোর্ডকে আহ্বান জানাবো। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা, সহ-সভাপতি এম এ মান্নান, হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।

এএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।