৪ বছর পর আবারো একসঙ্গে দেব-শুভশ্রী


প্রকাশিত: ০৬:১০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

প্রায় চার বছর পর আবারো পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’তেই হতে চলেছে দেব-শুভশ্রী জুটির কামব্যাক। সিনেমাটির শ্যুটিং শুরু হবে পূজার আগে। ছবির প্রযোজনা করছেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকার।

কাস্টিং যদি হয় এই ছবির অন্যতম চমক, তা হলে দ্বিতীয় চমক অবশ্যই প্রযোজক হিসেবে দেব-এর অভিষেক। এই প্রথম কোনও ছবির প্রযোজনা করছেন ঘাটালের তৃণমূল সাংসদ। ‘ধূমকেতু’র ওপেনিং ক্রেডিটে প্রথমবার দর্শক দেখতে পাবেন ‘দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশনস’ এর টাইটেল কার্ড।

কিন্তু সেটা পরের কথা। কী এমন হল এর মধ্যে যে, প্রসেনজিৎ-ঋতুপর্ণার কামব্যাকের মতোই দ্বিতীয় এত বড় ‘কাস্টিং ক্যু’ করে ফেলল টিম ধূমকেতু?

দেব বলেন, ছবির পরিচালক কৌশিক এবং রানা সরকার দু’জনেরই মনে হয়েছে এই চরিত্রটির জন্য শুভশ্রী সবচেয়ে উপযুক্ত। ওরা আমাকে জিজ্ঞেস করে আমার কোনও অসুবিধা আছে কি না। আমি সঙ্গে সঙ্গেই জানাই, আই হ্যাভ নো প্রবলেমস। দেবের বাড়িতে বসে প্রায় একই কথা বলেন শুভশ্রীও।

শুভশ্রী বলেন, আমি এই ছবিটা করছি কারণ গল্পটা দুর্দান্ত। এত ভাল স্ক্রিপ্ট আমি খুব কম পড়েছি। কৌশিকদার সঙ্গে কাজ করাটা স্বপ্নের। আর দেবের সঙ্গে কোনও ঝামেলা নেই আমার। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ পাল্টায়।  দু’জনে মন দিয়ে শুধু ছবিটা করতে চাই।

উল্লেখ্য, শুভশ্রীর সঙ্গে দেবের শেষ ছবি ছিল ‘খোকা ৪২০`।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।