জয়পুরহাটে আলুর হিমাগারে ডাকাতি, গুলিবিদ্ধ ৬
জয়পুরহাটের কালাই উপজেলায় সাউথ পোল কোল্ড স্টোরেজ লিমিটেড নামের একটি আলুর হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে ওই হিমাগারের শ্রমিকসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার মাতাই ইউনিয়নের বৈরাগীর হাট এলাকার ওই হিমাগারে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ ৬ জন হলেন- হিমাগারের শ্রমিক শাহ আলম (৩৪), সিরাজুল ইসলাম (৪৩), মোজাম্মেল হক (৩২), ওহিদুল ইসলাম (২৭), ফারজানা বেগম (২৫) ও নিরাপত্তাকর্মী মামুনুর রশিদ।
আহতদের রাত তিনটার দিকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হিমাগারের পরিচালক ফজলে রাব্বির দাবি করেন, ডাকাতেরা হিমাগারের কার্যালয়ের আলমারি ভেঙে সাড়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় গত দুদিনে সংগ্রহ করা টাকা হিমাগারেই রাখা ছিল। ওই টাকা নিতেই ডাকাতেরা আসে বলে তার ধারণা।