দুবাই এয়ারশোতে চমক দেখাবে বিমান বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্প্রতি কেনা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি আলো ছড়াবে দুবাই এয়ার শোতে। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দুবাই এয়ার শো।

আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা অর্জনের লক্ষ্যে, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ বোয়িং-এর সাথে চলতি বছরের অক্টোবরে দুটি নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ বিমানের বহরে সেগুলো সংযোজিত হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক তাছমিন আক্তার।

তিনি জানান, বিমানে ইতোমধ্যে চারটি বোয়িং৭৮৭-৮ ড্রিমলাইনার বহরে যুক্ত হয়েছে।

বিমানের ৭৮৭-৯ উড়োজাহাজে তিন শ্রেণির স্ট্যান্ডার্ড কনফিগারেশনে ২৯৮ জন যাত্রী বহনসহ একটানা ৭,৫৩০ নটিক্যাল মাইল উড়তে পারে এবং পুরোনো বিমানের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত কম জ্বালানি খরচ করে।

নতুন ড্রিমলাইনার দুটি দিয়ে আগামী ৫ জানুয়ারি থেকে দুটি ইউরোপীয় গন্তব্য- ম্যানচেস্টার এবং হিথ্রো রুটে বিমান পরিচালিত হবে।

আরএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।