বেনাপোলে মলম পার্টির সদস্য আটক
বেনাপোল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বিআরটিসি পরিবহন থেকে রোববার সকালে মারুফ হোসেন রনি (৩২) নামে এক মলম পার্টির সদস্যকে আটক করেছে বাসযাত্রীরা। সে যশোর বেজপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় বেনাপোল-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল বিআরটিসি পরিবহনের কাউন্টার ম্যানেজার আরিফুজ্জামান ভাদু জানান, বিআরটিসি পরিবহনের একটি বাস শনিবার রাত ১০টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রোববার ভোরে যশোরে এসে পৌঁছালে মলম পার্টির সদস্য মারুফ হোসেন রনি বিআরটিসি বাসে ওঠে।
বাসটি শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে তার পাশের সিটে বসা নুরু মিয়া নামের এক পাসপোর্টযাত্রীর চোখে কৌশলে মলম লাগানোর চেষ্টা করে। ঘটনাটি অন্য যাত্রীরা দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় রনি হাতে থাকা মলমের কৌটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়।
সঙ্গে সঙ্গে যাত্রীরা তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট বন্দর বাসটার্মিনালে এনে গণধোলাই দেয়। পরে বেনাপোল স্থলবন্দরে কর্মরত আনসার সদস্যদের কাছে থানায় সোপর্দের জন্য হস্তান্তর করা হয়।
বিআরটিসি পরিবহনের চালক সোহরাব হোসেন জানান, গাড়িটি যশোরে পৌঁছালে হেলপার ও সুপারভাইজারের নিষেধ অমান্য করে জোরপূর্বক গাড়িতে ওঠে রনি। সে জানায় বেনাপোলে তার এক আত্মীয় মারা গেছে। তার পর কৌশলে এ ঘটনা ঘটায়।
জামাল হোসেন/বিএ