বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন লেজিসলেটিভ সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের নতুন সচিব নরেন দাস।

লেজিসলেটিভ বিভাগের উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আরিফুল কায়সার জানান, শনিবার ভোরে ঢাকা থেকে লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের নিয়ে সচিব সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন সচিব। এ সময় তিনি বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর সচিবের নেতৃত্বে লেজিসলেটিভ বিভাগের প্রতিনিধি দলটি গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায়ও অংশ নেন সচিব নরেন দাস।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন লেজিসলেটিভ সচিব। বিকেল ৪টার দিকে সচিব ঢাকার উদ্দেশে রওনা দেন।

আরএমএম/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।