প্রতিবন্ধকতা নিয়ে আয়কর দিচ্ছেন প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৯

দ্বিতীয় দিনের মতো চলছে আয়কর মেলা-২০১৯। মেলায় প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা বুথ। কিন্তু এরপরও আয়কর দিতে গিয়ে তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

খোঁজ নিয়ে জানা যায়, মেলার দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ২২ প্রতিবন্ধী আয়কর দিয়েছেন। মেলায় প্রতিবন্ধীদের জন্য স্থাপন করা বুথে যেতে উঁচু সিঁড়ি পার হতে হচ্ছে। আর এতেই ভোগান্তিতে পাড়ছেন তারা। সেই সঙ্গে রিটার্ন ফরম অন্য জায়গায় রাখায়ও তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে হুইল চেয়ারে বসে রিটার্ন দিতে আসা সালমা মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘গত ৩-৪ বছর ধরে নিয়মিত কর দিচ্ছি। প্রতি বছর মেলায় এসে কর দিই। গতবার মেলায় দেখেছিলাম রিটার্ন ফরম এখানেই ছিল। বুথ থেকেই ফরম পূরণ করে রিটার্নটা দিতাম। কিন্তু এবার দেখছি ফরমটা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে। আমার সঙ্গে আরেক জনকে থেকে ফরম সংগ্রহ করে এনে দিতে হচ্ছে।’

প্রতিবন্ধী বা জ্যেষ্ঠদের কথা বিবেচনা করে বুথেই ফরমের ব্যবস্থা করলে ভালো হতো বলেও জানান তিনি।

fair1

সালমা মাহমুদ আরও বলেন, ‘বুথে ওঠার সিঁড়িটা একটু খাড়া। আগে আরও বেশি খাড়া ছিল। সেই তুলনায় কমানো হয়েছে। মনে হয়, আমাদের বুথটা এখানে না করে বাইরে কোথাও করলে ভালো হতো, যাতে সিঁড়ি পার হতে না হয়। তবে বুথে কর্মরতদের আন্তরিকতার অভাব নেই‘- যোগ করেন তিনি।

বুথে কর্মরত তানভীর নামে একজন জাগো নিউজকে জানান, মেলার প্রথম দিন থেকে দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ২২ শারীরিক প্রতিবন্ধী আয়কর দিয়েছেন। আয়কর ফরম পূরণসহ তাদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে তানভীর বলেন, ‘ফরম বাইরে থেকে আনার নিয়ম আয়োজক কর্তৃপক্ষ করেছে। এতে আমাদের কিছু করার নেই।’

পিডি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।