কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুরের কাউখালীর ফলইবুনিয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবক শাহীনের (২৫) বিরুদ্ধে। রোববার কিশোরীর মা সালেহা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে এ মামলা করেন।
কিশোরীর মা সালেহা বেগম জানান, শনিবার দুপুর ১টার দিকে তার মেয়ে দাদি বাড়ি থেকে ফেরার পথে শাহীন বাড়িতে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করে।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহীন ও তার চাচার বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযুক্ত শাহীন ওই এলাকার মোশারফ চৌকিদারের ছেলে। ঘটনার পর থেকে শাহীন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
হাসান মামুন/এআরএ/পিআর