তৃতীয় দিনের মতো বিআরডিবি কর্মচারীদের গণঅনশন
নিয়মিত বেতন ভাতা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের মতো গণঅনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী সংসদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মত এ গণঅনশন কর্মসূচি পালন করছেন তারা।
গণঅনশন কর্মসূচিতে থেকে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান বিআরডিবির ১৫ প্রকল্প কর্মসূচিতে কর্মরত প্রায় ৮ হাজার জনবল দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে তারা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ২০ থেকে ২৮ বছর ধরে চাকরি করেও স্থায়ী হচ্ছেন না।
তারা আরও বলেন, আমাদের তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছি। দাবিগুলো হলো- চাকরি স্থায়ীকরণের পূর্বপর্যন্ত সবার শতভাগ বেতন নিশ্চিত করা। প্রকল্প কর্মসূচি দিয়ে কর্মরতা সকল জনবলের চাকরি স্থায়ীকরণ করা এবং বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতরে রূপান্তর করা।
এ সময় গণঅনশন কর্মসূচিতে বিআরডিবি কর্মচারী সংসদের সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আজগার মোল্লা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য সচিব একেএম রফিকুল ইসলামসহ বিআরডিবি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমকেএইচ