৬ নভেম্বর খালেদার আপিলের শুনানি


প্রকাশিত: ০৫:০১ এএম, ২৬ অক্টোবর ২০১৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।

এ মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তার আইনজীবীরা।

গত ৭ জুলাই সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে দুটি আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আপিলে হাইকোর্টের আদেশ ও নিম্ন আদালতের দেয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।

এর আগে, গত ২৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।