ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা ঢাকায়


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র অভিযোগে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য ঢাকায় পৌঁছেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা শন ক্যারল। তার প্রতিবেদনের ওপরই নির্ভর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভবিষ্যৎ।

সোমবার ঢাকায় পৌঁছেই প্রথমে অস্ট্রেলিয়ান দূতাবাসে যান শন ক্যারল। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হোসেন তপন এবং নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন তিনি।

এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন ক্যারল। এরপরই প্রতিবেদন জমা দিবেন অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা।

সোমবার ঢাকায় আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তা ঝুকির অভিযোগ এনে ক্রিকেটারদের বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সতর্ক করে অস্ট্রেলিয়া সরকার। এরপরই সোমবার বাংলাদেশে না অাসার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। তবে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচিতে এখনই কোনো পরিবর্তন আনছে না তারা।

আগামী মাসের ৯ অক্টোবর বাংলাদেশের সঙ্গে দলটির প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা। বাংলাদেশের সঙ্গে দলটি দুটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজে কোনো ওয়ান ডে ম্যাচ নেই।

আরটি/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।