এই সময়ে ত্বকের যত্ন


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ত্বকের যত্নে আমরা কমবেশি সবাই সচেতন। তবু কখনো কখনো অসাবধানতায় ত্বকে দেখা দিতে পারে অনেক সমস্যা। তাই চলুন জেনে নেয়া যাক, ত্বকের যত্নে কিছু করণীয়-

স্ক্রাবিং ও ক্লিনজিংয়ের জন্য ১ চা চামচ সয়াবিন পাউডার, ১ চা চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ টক দই একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পুরো মুখে লাগিয়ে আধা মিনিট হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি খুব ভালো স্ক্রাব। ফেসওয়াশের বদলে এই প্যাকটি রোজ ব্যবহার করতে পারেন।

ত্বক খসখসে, শুষ্কতা থেকে রক্ষা পেতে সপ্তাহে এক দিন মুখে প্যাক লাগান। টক দই, চন্দন গুঁড়া, মধু ও এলোভেরার শাঁস একসঙ্গে মুখে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। পরে ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ ও নরম থাকবে।

তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করুন টমেটো, মধু, নিম পাতার রস ও মসুর ডালের মিশ্রণ। এতে ত্বকের অতিরিক্ত তেল কমে যাবে এবং ব্রণ দূর হবে।

স্বাভাবিক বা মিশ্র ত্বকের জন্য কচি ডাবের শাঁস, কমলার রস ও বেসন একত্রে ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও সতেজ থাকবে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।