সবকিছুর ওপরই আল্লাহ ক্ষমতাবান


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

আল্লাহ তাআলা সব অস্তিত্বের সৃষ্টিকর্তা। আল্লাহর অসীম ক্ষমতার বিষয়ে হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রয়েছে বেশ কয়েকটি হাদিস। জাগো নিউজে তার একটি তুলে ধরা হলো-

Hadith

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন-  وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ – অর্থাৎ ‘আর তোমরা যদি প্রকাশ ‎কর যা তোমাদের অন্তরে রয়েছে অথবা ‎‎গোপন কর, আল্লাহ সে বিষয়ে তোমাদের ‎হিসাব নেবেন।’ এ আয়াত নাজিল হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন সাহাবিদের অন্তরে কিছু প্রবেশ করল, যা আগে উপলব্দি করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা বল: শুনেছি, আনুগত্য করেছি, মেনে নিয়েছি। তিনি বলেন, ফলে আল্লাহ তাদের অন্তরে ঈমান ঢেলে দিলেন এবং নাজিল করলেন-
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ – অর্থাৎ ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যরে বাইরে ‎‎দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার ‎জন্যই এবং সে যা কামাই করে তা তার ‎উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা ‎যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে ‎আপনি আমাদেরকে পাকড়াও করবেন না।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহ বলেছেন: আমি কবুল করেছি।’


رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ – অর্থাৎ ‘হে ‎আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে ‎‎দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর ‎চাপিয়ে দিয়েছেন।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহ বলেছেন: আমি কবুল করেছি।’
 وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا – অর্থাৎ ‘এবং আমাদেরকে ‎‎ক্ষমা করুন, আর আমাদের ওপর দয়া করুন। ‎আপনি আমাদের অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহ বলেছেন: আমি কবুল করেছি।’  (মুসলিম); (সূরা বাক্বারা : ২৮৬)

পরিশেষে...
এ হাদিসে কুদসিটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। আমরা সূরা বাক্বারার ২৮৬ নং আয়াতটি দিয়ে আল্লাহ কাছে প্রার্থনা করব। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।