সিরিয়ায় জঙ্গিদের কাছে মার্কিন বিদ্রোহীদের সরঞ্জাম সমর্পণ


প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদের কাছে মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সিরীয় বিদ্রোহীদের একটি গ্রুপ তাদের যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ সমর্পণ করেছে। মার্কিন সামরিক বাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, বিদ্রোহীদের একটি ইউনিটকে আল-নুসরা ফ্রন্ট্রের জঙ্গিরা ঘিরে ফেলে। নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য বিদ্রোহীরা জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করে। বিদ্রোহীরা ছয়টি পিকআপ ট্রাক ও গোলাবারুদ জঙ্গিদের কাছে হস্তান্তর করে।

কংগ্রেস ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় ৫০০০ বিদ্রোহীকে প্রশিক্ষণ প্রদান ও অস্ত্রে সজ্জিত করতে ৫০ কোটি মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।