জাবিতে ২৩ ছাত্রলীগকর্মী বাহিষ্কার


প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৬ অক্টোবর ২০১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ২১ আগস্ট ছাত্রলীগের এক গ্রুপ অপর গ্রুপের ঘুমন্ত নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ২৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি রাসেল মাহমুদ নামে এক ছাত্রের সনদপত্র বাতিল করা হয়েছে। তবে বহিষ্কৃতদের নাম জানায়নি কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ জনকে আজীবন, ৭ জনকে ২ বছর, ৩ জনকে এক বছর, ৫ জনকে ৬ মাস এবং ৩ জনকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে তার মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।