অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৮ নভেম্বর ২০১৯
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী দূর পাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা থেকে ভোলা, পটুয়াখালী, বরিশালসহ দূর পাল্লার রুটে লঞ্চ চলাচল করবে না।’
তিনি বলেন, ‘ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটের নৌযান চলাচলও বিকেল থেকে বন্ধ। এছাড়া উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে লঞ্চ চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।’
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যার আরও বলেন, ‘তবে পটুয়াখালী, ভোলা, বরিশালের লঞ্চ ঢাকায় আসতে পারবে। ঢাকায় আসা আমরা বন্ধ করিনি।’
শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএ-এর ফেরি সার্ভিস চালু রয়েছে বলেও জানান এম মাহবুব-উল ইসলাম।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
শুক্রবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ধেয়ে আসায় মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আরএমএম/জেএইচ/এমএস