ভোগান্তি নেই এটিএম বুথে


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ঈদের ছুটিতে দেশের ব্যাংকগুলোর এটিএম বুথে লেনদেনে ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছে, ঈদের ছুটি কম থাকায় এ বছর বুথে লেনদেনে কোন সমস্যা হচ্ছে না।

শুক্র ও শনিবার এমনিতেই ব্যাংকগুলোতে ছুটি থাকে। সে হিসেবে শুধু বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি ছিলো ব্যাংক ও অফিস পাড়াতে। তাই ব্যাংকগুলো সুন্দর ভাবেই এটিএম বুথগুলো ব্যবস্থাপনা করতে পেরেছে।

অনেক সময় দেখা যায়, ঈদের ছুটির সঙ্গে সরকারি বা সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বেশ লম্বা হয়ে যায়। তখন ব্যাংকগুলোর বুথে টাকা সংকট তৈরি হয়। কিন্তু এবার তেমনটি হয়নি।

তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক ছুটির আগে এক নির্দেশে ব্যাংকগুলোকে বুথে পর্যাপ্ত টাকা রাখার কথা বলে দেয়। এতে আরো সর্তক হয় বাণিজ্যিক ব্যাংকগুলো।

জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শনিবার টেলিফোনে জাগো নিউজকে বলেন, এবার বুথে লেনদেনে আমি আমার ব্যাংকের গ্রাহকদের তেমন কোন অভিযোগ পাইনি। তাছাড়া ছুটির সময়টা কম হওয়াতে আমি মনে করি, কারো কোন সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমরা নির্দেশ দিয়েছি, যাতে বুথে পর্যাপ্ত টাকা থাকে। না থাকলে ব্যবস্থা নেয়া হবে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।