অভিযোগ পাল্টা অভিযোগে চলছে চামড়া বেচাকেনা


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর চামড়ার বাজারগুলো সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠেছে।  তবে দাম নিয়ে গতকালের মতোই অভিযোগ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন, তারা আগে থেকে দর বেধে দিয়েছেন। তাই তাদের কিছু করার নেই।

গাজীপুর থেকে সকালে চামড়া নিয়ে এসেছেন হাবীবুর রহমান। তিনি বলেন, আমি চামড়া গড়ে ১৮০০ থেকে ২০০০ টাকায় কিনেছি। এখন আড়তদারা দেড় হাজার টাকা করে বলছে। এই ক্ষতি পোষাবো কিভাবে।

তবে বেশির ভাগ আড়তদার বলছেন, বেশি দামে চামড়া কিনে এখন মৌসুমি ব্যবসায়ীরা বেশি দাম হাকাচ্ছে। ক্ষেত্র বিশেষে তারাও বেশি দাম দিয়ে চামড়া কিনেছেন।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।