রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু


প্রকাশিত: ০৫:১২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীতে শাহবাগ থানাধীন এলাকায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  একজনের নামে হেনা। বাকি দুজনের নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দীক। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ২/৩ দিন হলো তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

কিন্তু তার নিজের কোনো আত্মীয় স্বজন না থাকায় তাকে হাসপাতালের প্রবেশ পথের পাশেই একটা কক্ষে থাকতে দেয়া হয়েছিল। গতকাল রাতে তিনি অসুস্থ হয়ে মারা যান।

একই থানাধীন শহীদ মিনারের সামনে থেকে ভোর রাতে মাতাল অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।  পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, সেগুন বাগিচা এলাকায় কোরবানির মাংস সংগ্রহে বের হয়েছিলেন হেনা নামে এক মধ্যবয়সী নারী। শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।