৪ নভেম্বর পবিত্র আশুরা


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৪

পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৩৬ হিজরি সনের মুহাররম মাস গণনা হবে। আর আগামী ৪ নভেম্বর মঙ্গলবার ১০ মুহাররম সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক  মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মতিউর রহমান। সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. বোরহান উদ্দিন, যুগ্ম সচিব  (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকসুদুর রহমান পাটয়ারী, বায়তুল মুকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।