টিউলিপ সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত


প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শালিক শুক্রবার দিবাগত রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের তিন সংসদ সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে শ্যাডো কেবিনেটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন লেবার পার্টির নেতা, পার্টির প্রবীণ বামপন্থী সদস্য জেরিমি করভিন। কিন্তু তিন বঙ্গকন্যাই তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেননি।

জেরিমি করভিন পার্টিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতেই তার ওই আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দেননি তিন বাঙালি এমপি। তাছাড়া লিডারশিপ নির্বাচনে এই তিন এমপি’র কেউই জেরিমি করভিনের সমর্থক ছিলেন না।

এসএ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।