এবার কোনো কয়েদি মুক্তি পাচ্ছে না


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবার কেউ মুক্তি পাচ্ছেন না। প্রতি বছরই ঈদে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত, অচল, অক্ষম ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অর্ধেকের বেশি সাজা ভোগ করা কয়েদিদের মুক্তি দেয়া হয়। কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েদিদের মুক্তির বিষয়ে নির্দেশনা না দেয়ায় কোনো কয়েদিকে মুক্তি দেয়নি কেন্দ্রীয় কারাগার।

অবশ্য গত ঈদুল আযহায় ৭ জন মুক্তি পেয়েছিল। এর মধ্যে কেন্দ্রীয় কারাগারের ছিলেন তিনজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই ঈদ উপলক্ষে বিভিন্ন কারাগারে আটক মুক্তিযোগ্য বন্দিদের তালিকা প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়।

তবে এবার ৬৪টি জেলার বেশ কয়েকটি জেলা ওই তালিকা প্রকাশ করলেও মুক্তিযোগ্য কোনো কয়েদির তালিকা কারাগারে পাঠায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জাগো নিউজকে বলেন, প্রতি বছর ঈদুল আযহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই করে কয়েদিদের মুক্তি দেওয়া হয়। তবে এবার কয়েদির মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে কোনো চিঠি পাঠায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কোনো কয়েদির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। তাই এবার আমাদের এখানে কোনো কয়েদি মুক্তি পাচ্ছে না।

একই তথ্য জানান, কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির উদ্দিন। তিনি বলেন, কোনো কয়েদির মুক্তি দিতে আদেশ দিলে অবশ্যই তা কারাগারের পক্ষ থেকে পরিপালিত হতো। কিন্তু এ ধরনের আদেশ এখনো কারাগারে আসেনি।

জেইউ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।