৪১. ১ কিলোমিটার ওপর থেকে লাফ
এক ফুট, দুই ফুট নয় ১ লাখ ৩৫ হাজার ফুট (৪১. ১ কিলোমিটার) ওপর থেকে লাফিয়ে পড়ে নিরাপদে পৃথিবীপৃষ্ঠে অবতরণ করে বিশ্ব রেকর্ড গড়েলেন অ্যালান ইউসট্যাস। অ্যালান ইউসট্যাস গুগল করপোরেশনের জ্ঞানবিষয়ক ভাইস প্রেসিডেন্ট। প্রযুক্তিবিশ্বের অনেকের কাছেই তিনি সুপরিচিত।
অ্যালান ইউসট্যাস ১ লাখ ৩৫ হাজার ফুট থেকে লাফিয়ে পড়েছেন প্যারাস্যুটযোগে। তার প্যারাস্যুট বেলুনটি ভরা হয়েছিল ৩৫ হাজার ঘণফুট হিলিয়াম গ্যাস দিয়ে। যার সাহায্যে ৫৭ বছর বয়সি গুগল কর্মকর্তা নিরাপদে অবতরণ করতে পেরেছেন।
১ লাখ ৩৫ হাজার ফুট সমান ৪১. ১ কিলোমিটার। এই উচ্চতা থেকে মাটিতে পৌঁছাতে অ্যালান ইউসট্যাস সময় নেন মাত্র ১৫ মিনিট। দুঃসাহকি অভিযান বটে। দুর্বল চিত্তের লোকের কাজ নয় এটি।
ডেইলি মেইল এক খবরে জানিয়েছে, অ্যালান ইউসট্যাস নাকি গোপনে তিন বছর আগে থেকে আকাশ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এত দিন এ তথ্য তার কাছের মানুষেরাও জানতেন না। অবশেষে সবাইকে চমকে দিয়ে শুক্রবার সকালে স্বপ্ন পূরণ করলেন তিনি। মেক্সিকোর একটি বিমানবন্দরের ফাঁকা রানওয়েতে তিনি অবতরণ করেন।