মুম্বাই হামলা : আগে থেকেই জানতেন লাদেন!


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ হামলার খবরের তথ্য আগে থেকেই জানতেন জঙ্গি সংগঠন আল কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেন।  হামলার অনেক আগেই সম্পূর্ণ ছক জানতেন তিনি। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ লাগানোর মাধ্যমে আল কায়েদা শাসিত রাজ্য স্থাপন করাই ছিলো তৎকালীন এই গোষ্ঠীটির নেতৃত্বের লক্ষ্য।

সম্প্রতি `পাকিস্তানস সিক্রেট ওয়ার অন আল-কায়েদা` নামে প্রকাশিত একটি বইয়ে এ তথ্য উঠে এসেছে। বইটি লিখেছেন, সাংবাদিক আজাজ সৈয়দ।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাস হামলায় অন্তত ১৬৬ জনের প্রাণহানি ঘটে। আজমল কসাবসহ পাকিস্তানি ১০ জন জঙ্গির একটি দল এ হামলা চালিয়েছিল। ২০১২ সালে আজমলের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১১ সালে ড্রোন মার্কিন হামলায় নিহত হয় আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।