শিশু পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৫ নভেম্বর ২০১৯

ঢাকার সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে তাদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শিশু পরিবারের সদস্যের উপহার দেয়ার পর তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সামনে তেজগাঁও শহীদ মনু মিয়া স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আকতার সৃষ্টি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। প্রধানমন্ত্রী শিশুদের জড়িয়ে ধরে স্নেহের পরশ বুলিয়ে দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

এফএইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।