২৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্য রাত পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষনের নিমিত্ত দেশের সকল সিএনজি স্টেশনসমূহে ঈদের দিন দিবগাত রাত ১২ টা থেকে পরদিন শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, সরকারের এমন আদেশে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ ও পরিবহন মালিকরা । তারা এই সিদ্ধান্তকে সরকারের ভুল ব্যবস্থাপনা হিসেবে দেখছেন। তবে সূত্র বলছে, এই সিদ্ধান্ত থেকে সরকার সরবে না।
এর আগে সড়ক বিভাগ এক আদেশে দেশের সকল সিএনজি স্টেশন মঙ্গলবার থেকে আগামী ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার কথা জানিয়েছিল।
এসএ/এসকেডি/এমএস