মিনা ট্রাজেডি : সৌদি বাদশাহর কাছে রাষ্ট্রপতির শোকবার্তা


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

হজ পালনকালে মিনায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছে এক বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিনায় পদদলিত হওয়ার ঘটনায় বিপুল সংখ্যক হাজীর প্রাণহানিতে এবং আরও অনেক হাজী আহত হওয়ায় আমি গভীরভাবে শোকার্ত ও বেদনাহত।

তিনি আরো বলেন, আমি আপনার কাছে এবং আপনার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত হতাহত হাজীদের বেদনাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

বার্তায় রাষ্ট্রপতি আরো বলেন, মহান আল্লাহ তাদেরকে এই অপূরণীয় কষ্ট বহন করার ধৈর্য ও শক্তি দিবেন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।