ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথায় পশু কোরবানি দিবেন


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর যেখানে-সেখানে কোরবানির পশু জবাই না করার অনুরোধ করেছে দুই সিটি কর্পোরেশন। নগরপিতারা পরিস্কার কাজের সুবিধার জন্য এই অনুরোধ করেছেন। পশু জবাইয়ের জন্য উত্তর সিটি কর্পোরেশনে ২০৮টি স্থান আছে।

ওয়ার্ড-১ ও ১৭ : ৬ নং সেক্টরস্থ ১২ নং রোড বিডি আর বাজারসংলগ্ন রাজউকের প্লটে (উত্তরা এলাকাবাসী)। ১৭ নং ওয়ার্ড এলাকাবাসী জোয়ার সাহারা নুরানী মাদ্রাসাসংলগ্ন রেললাইনের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা (উত্তরা এলাকাবাসী)।

১০ নং সেক্টরের এলাকাবাসী বেড়িবাধ-সংলগ্ন রানাভোলায় (উত্তরা এলাকাবাসী)। ৬ নং সেক্টরের এলাকাবাসী শাহজালাল রোডের পূর্ব মাথায় রেললাইন-সংলগ্ন জায়গা (উত্তরা এলাকাবাসী)।

ওয়ার্ড-২: হারুন মোল্লা ঈদগাহ মাঠ, ব্লক-এ, সেকশন-১২, মিরপুর, মিরপুর এলাকাবাসী। ঈদগাহ মাঠ, ১২ /ডি, সেকশন-১২, মিরপুর, মিরপুর সেকশন-১২। বড় মসজিদ-সংলগ্ন পার্ক, ব্লক-ই, সেকশন-১২, মিরপুর, ঢাকা, মিরপুর সেকশন-১২। ১২ /বি ব্লকে অবস্থিত জাইকার সহযোগিতায় নির্মিত পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা অফিসসংলগ্ন, মিরপুরবাসী। সিটি ক্লাব মাঠ, মিরপুর, ঢাকা।

ওয়ার্ড-৩: মুকুল ফৌজ মাঠ ব্লক-সি, সেকশন-১০, মিরপুর। ১১ /সি, অ্যাভিনিউ-৫, বাজার রোড, মিরপুর। ঝুটপট্টি প্যারিস রোড সংযোগ সড়ক উদয়ন স্কুলসংলগ্ন, মিরপুর, ঢাকা। ১১ /সি, নিউ ডিসিসি মার্কেট, পল্লবী, মিরপুর, ঢাকা। নিউ ডিসিসি মার্কেট, মিরপুর, ঢাকা।

ওয়ার্ড-৪: ১৩ /বি টিনশেড কলোনি শহীদ মিনার মাঠ, মিরপুর। পাওয়ার হাউস রোড, মিরপুর, ঢাকা। শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয় মাঠ (১৩ /সি), মিরপুর। দারুল উলুম মাদ্রাসা মাঠ সেকশন-১৪, মিরপুর, ঢাকা।

ওয়ার্ড-৫: বাউনিয়াবাঁধ ঈদগাহ মাঠ, মিরপুর, ঢাকা। ১১ /ই, আদর্শনগর ঈদগাহ মাঠ, মিরপুর, ঢাকা। মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, মিরপুর। কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠ, মিরপুর। বাউনিয়া বেড়িবাঁধ-সংলগ্ন স্থান ২৬০০ বাস্তহারা পুনর্বাসন প্রকল্প এলাকা।

ওয়ার্ড-৬: সেকশন-৬, মাঝখানের রোড ও মুকুল ফৌজ মাঠ। সেকশন-৭, মিল্কভিটা থেকে আরামগ রোড, মিরপুর। দুয়ারীপাড়া মেইন রোড, মিরপুর, ঢাকা। পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলমাঠ মিরপুর। ৬-এর সি বাজারসংলগ্ন ঈদগাহ মাঠ, মিরপুর, ঢাকা।

ওয়াড-৭: ন্যাশনাল বাংলা স্কুলমাঠ, মিরপুর। রূপনগর মনিপুর স্কুলমাঠ, মিরপুর, ঢাকা। আল-নুরী মসজিদ মাদ্রাসা মাঠ, মিরপুর, ঢাকা। কমার্স কলেজ রোড, মিরপুর, ঢাকা। রূপনগর ৫ নং রোড ওয়াসা খালসংলগ্ন স্থান।

ওয়ার্ড-৮: চিড়িয়াখানা রোডস্থ ঈদগাহ মাঠ, ব্লক-জি, মিরপুর। চিলড্রেন পার্ক ব্লক-ডি, মিরপুর, ঢাকা। বোটানিক্যাল গার্ডেন হাইস্কুল মাঠ, মিরপুর, ঢাকা। কাজীপুরী জামে মসজিদ মাঠ, ব্লক-বি, মিরপুর, ঢাকা। ১ নং হযরত শাহ আলী (রহঃ) সিটি করপোরেশন মার্কেটের ভেতর।

ওয়ার্ড-১৫: মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুলমাঠ, মিরপুর। ভাষানটেক মেইন রোড, মিরপুর, ঢাকা। বালুঘাট স্কুলমাঠ, মিরপুর, ঢাকা। বারুনটেক বাইগারটেক মেইন রোড, মিরপুর, ঢাকা। ধামালকোট বিআরপি মাঠ। ভাষানটেক সাবেক কমিশনার কার্যালয়ের পিছনে।

ওয়ার্ড-১৮: কালাচাঁদপুর হাইস্কুল মাঠ। কালাচাঁদপুর বালুর মাঠ। বারিধারা লেক পার্ক। বারিধার পার্ক। শাহজাদপুর বাঁশতলাসংলগ্ন খালি জায়গা। সোহরাওয়ার্দী অ্যাভিনিউ সংলগ্ন খালি প্লট।

ওয়ার্ড-১৯: রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের উত্তর অংশ। ডা. ফজলে রাব্বি পার্ক। বনানী চেয়ারম্যানবাড়ী খেলার মাঠ। সড়ক নং ১০ ও ১৫ সংলগ্ন খেলার মাঠ। বনানী ২৭ নং সড়ক সংলগ্ন রাজউক খেলার মাঠ। গুলশান সেন্টার পার্ক। গুলশান লেকপার্ক। গুলশান অ্যাভিনিউর উত্তর দিকে ওয়াসার পানির পাম্পসংলগ্ন মাঠ।

ওয়ার্ড-২০: মহাখালী আমতলী খেলার মাঠ। মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠ। মহাখালী ডিএনসিসি কাঁচা বাজারসংলগ্ন খালি জায়গা। নবনির্মিত মহাখালী ডিএনসিসি কিচেন মার্কেট-সংলগ্ন খালি জায়গা। তিতুমীর কলেজ খেলার মাঠ। মহাখালী কমিউনিটি সেন্টারসংলগ্ন খালি জায়গা।

ওয়ার্ড-২১: বাড্ডা বালুর মাঠ হাইস্কুল-সংলগ্ন মাঠ। বাড্ডা আলাতুননেছা হাইস্কুল-সংলগ্ন খালি জায়গা। মেরুল বাড্ডা বাঁশের দোকান-সংলগ্ন খালি জায়গা। উত্তর বাড্ডা গোপীপাড়া মসজিদ-সংলগ্ন খালি জায়গা। উত্তর বাড্ডা গার্লস হাইস্কুল-সংলগ্ন খালি জায়গা।

ওয়ার্ড-২২: সালামবাগ মসজিদ-সংলগ্ন মাঠ, পূর্ব রামপুরা। একরামুন্নেছা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠ। পশ্চিম রামপুরা। বনশ্রী আইডিয়াল স্কুল এবং কলেজ, বনশ্রী। মহানগর প্রজেক্টের ভেতরের খালি জায়াগা। উলন রোড-সংলগ্ন খালি জায়গা।

ওয়ার্ড-২৩: খিলগাঁও কবরস্থান-সংলগ্ন স্থান। তালতলা মার্কেটের ভেতরের খালি জায়গা। তালতলা মার্কেট-সংলগ্ন শহীদ বাকী সরণি (৮০ ফুট রাস্তা) খালি জায়গা। পল্লীমা সংসদ-সংলগ্ন মাঠের খালি জায়গা। খিলগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মাঠ।

ওয়ার্ড-২৪: বিজি প্রেস হাইস্কুল-সংলগ্ন মাঠ। কলোনি বাজারের সামনের খালি জায়গা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির খেলার মাঠ। মহাখালী বাসস্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা। এফডিসির ভেতরের খালি জায়গা।

ওয়ার্ড-২৫: সিভিল এভিয়েশন বিডিআর শপ, শাহীনবাগ, ঢাকা। সিভিল এভিয়েশন হাইস্কুল-সংলগ্ন মাঠ। এলেনবাড়ী সরকারি কোয়ার্টার-সংলগ্ন খালি জায়গা। সিঅ্যান্ডবির খালি জায়গা। হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ। পশ্চিম নাখাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। শাহীনবাগ স্টাফ ওয়েলফেয়ার স্কুল-সংলগ্ন মাঠ। আজরতপাড়া জামে মসজিদসংলগ্ন মাঠ।

ওয়ার্ড-৩৫: নয়টোলা শিশুপার্ক। ইস্পাহানী স্কুলমাঠ। প্রভাতী স্কুলমাঠ। শাহনুরী বিদ্যালয়-সংলগ্ন খালি জায়গা। মগবাজার চারুলতা মার্কেট-সংলগ্ন খালি জায়গা।

ওয়ার্ড-৩৮: মগবাজার টিঅ্যান্ডটি পানির পাম্প-সংলগ্ন খালি জায়গা। নয়াটোলা পার্কসংলগ্ন খালি জায়গা। মধুবাগ মাঠসংলগ্ন খালি জায়গা। মিরেরবাগ প্রধান সড়কের পার্শ্বের খালি জায়গা। বাগানবাড়ী-সংলগ্ন খালি জায়গা।

ওয়ার্ড-৯: আজরাবাদ মাদ্রাসা মাঠ (হরিরামপুর)। বর্ধনবাড়ী জামে মসজিদ বর্ধনবাড়ী পার্শ্বের খালি জায়গা, (বর্ধনবাড়ী)। সিদ্ধান্ত স্কুলের মাঠ (গোলারটেক)। শিন্নিরটেক বেড়িবাঁধ রাস্তা (দিয়াবাড়ী জহুরাবাদ)। কারমাইকেল রোড সৈয়দ নজরুল ইসলাম কমিউনিটি সেন্টারের নিকট (বাগবাড়ী কোর্টবাড়ী)। খালেক সিটির ভেতরে (খালেক সিটি, বাগবাড়ী বারআনীপাড়া চারআনাপাড়া উত্তর পাড়া)। গোলারটেক ঈদগাহ মাঠ (গোলারটেক বর্ধনবাড়ী)।

ওয়ার্ড-১০: লালকুঠি বাজার রোড (৩য় কলোনি)। গৈদারটেক মসজিদ (গৈদারটেক)। পুরাতন গাবতলী মসজিদ মাঠ (পুরাতন গাবতলীবাসী)। শাহআলী মাজারের ভেতর (২য় কলোনি)। বুদ্ধিজীবী শহীদ মিনারের সামনের রাস্তা (প্রিয়াঙ্কা আবাসিক এলাকা,২য় কলোনি)। গাবতলী প্রাইমারি স্কুল (২য় কলোনি ও ৩য় কলোনি)। দারুস সালাম রেডিও কলোনির ভেতর (রেডিও কলোনি)। ফুরফুরা শরিফ কমপ্লেক্স (দারুস সালাম এলাকা)। ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের ভেতর (২য় কলোনি)।

ওয়ার্ড-১১: কল্যাণপুর বালিকা বিদ্যালয়ের ভেতর (কল্যাণপুর)। কল্যাণপুর ১৩ নং রোড প্রাথমিক বিদ্যালয় মাঠ (কলাযাণপুর)। শহীদ মিনার রোড মসজিদের সামনের রাস্তা (কল্যাণপুর শহীদ মিনার রোড এলাকা)। পাইকপাড়া প্রধান সড়ক (পাইকপাড়া নতুন বাজার এলাকা)। পাইকপাড়া হাউজিং এস্টেটের ভেতর (হাউজিং এস্টেট এলাকাবাসী)। কলাযাণপুর ইস্টার্ন হাউজিংয়ের ভেতরের রাস্তা (ইস্টার্ন হাউজিং এলাকা)। মধ্য পাইকপাড়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স (মধ্যপাইকপাড়াবাসী)। পাইকপাড়া এসপি রোডের শেষ মাথায় কালভার্ট-সংলগ্ন (এসপি রোড, আল-আমিন রোড)। বিহারী পাড়া প্রধান রোড (মধ্য পাইকপাড়া বিহারীপাড়া)। পাইকপাড়া গভার্নমেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতর (ওয়ার্ক কলোনি)। পাইকপাড়া গভার্নমেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতরের আনছার ক্যাম্প (আনছার ক্যাম্প)।

ওয়ার্ড-১২: ওয়াসির খান রোড গভার্নমেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতর (গভার্নমেন্ট স্টাফ কোয়ার্টার)। মিসকো সুপার মার্কেটের সামনের রাস্তা (শাহ আলীবাগ হাউজিং)। দক্ষিণ বিশিল প্রধান সড়কে মসজিদের ভেতর (দক্ষিণ বিশিল)। জনতা হাউজিং বাইলেনে (জনতা হাউজিং এলাকা)। বশিরউদ্দিন স্কুল মাঠ (আহম্মদনগর পাইকপাড়া)। হাবুলের পুকুরপাড় মাদ্রাসার সামনের রাস্তা (পাইকপাড়া এলাকা)। দাউদ খান মসজিদের সামনের রাস্তা (পাইকপাড়া এলাকা)। কলওয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তা (কলওয়ালাপাড়া)।

ওয়ার্ড-১৩: মনিপুর স্কুলের ভেতরের মাঠে (মনিপুর এলাকা)। বড়বাগ সাইনপুকুর পানির পাম্প রাস্তা (মনিপুর, বড়বাগ)। বড়বাগ বাজার রোড, ফলপট্টি (বড়বাগ, সেনপাড়া)। মনিপুর গাউছিয়া মসজিদের সামনে (মনিপুর, বড়বাগ)। বড়বাগ বসতি হাউজিংয়ের ভেতর (বসতি হাউজিং)। মনিপুর বয়েজ স্কুলের মাঠ (মনিপুর এলাকা)। মনিপুর মাইকওয়ালা মসজিদের সামনে (মনিপুর এলাকা)। মনিপুর বাবা হুজুরের মসজিদের সামনে (মনিপুর বড়বাগ)। আলিমুদ্দিন স্কুল মুক্তি হাউজিংয়ের ভেতর (পীরেরবাগ)। শিমুলতলা মসজিদের সামনে (পীরেরবাগ)। ঝিলপাড়া মসজিদের সামনে (পাইকপাড়া, পীরেরবাগ)। পীরেরবাগ ছাপড়া মসজিদ রোড (পীরেরবাগ)। পীরেরবাগ ছিদ্দিকীয়া মাদ্রাসা মাঠ (পীরেরবাগ)। পাবনা গলি রাস্তা (পীরেরবাগ)।

ওয়ার্ড-১৪: সেনপাড়া ঈদগাহ মাঠ (সেনপাড়া)। সেনপাড়া জিরো পয়েন্ট (সেনপাড়া কাজীপাড়া)। মাদবরের পুকুরপাড় (কাজীপাড়া, শেওড়াপাড়া)। কাজীপাড়া মাদ্রাসা (কাজীপাড়া)। শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী স্কুল (শেওড়াপাড়া)। শেওড়াপাড়া পাকার মাথা (ইব্রাহিমপুর)। নাহার বেকারির সামনে (শেওড়াপাড়া, কাফরুল)। জামতলা মসজিদের সামনে (শেওড়াপাড়া)। জামতলা বাজার (শেওড়াপাড়া, কাজীপাড়া)। ইটখোলার বাজার (কাজীপাড়া)। আমতলা বাজার (সেনপাড়া)। শেওড়াপাড়া পীরেরবাগ রোড (কাজীপাড়া, পীরেরবাগ)। মাসুদ অ্যান্ড কোম্পানি বাড়ির সামনে (শেওড়াপাড়া)। শাপলা হাউজিং (শেওড়াপাড়া বড়ইতিলা)।

ওয়ার্ড-১৬: বাউন্ডারি রোড বিআরবি গার্মেন্টসের সামনে (উত্তর ইব্রাহীমপুর)। ১৪ নং ঈদগাহ মাঠ (ইব্রাহীমপুর)। মমিন সরণির সামনে (ইব্রাহীমপুর)। মধ্যপাড়া জামে মসজিদ (ইব্রাহীমপুর মধ্যপাড়া)। সরণি সড়কে (ইব্রাহীমপুর)। গেদু মাতব্বর রোড (পূর্ব ইব্রাহীমপুর)। আনন্দ রোড (পূর্ব ইব্রাহীমপুর)। মনিপুর স্কুল মাঠ (ইব্রাহীমপুর)। কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (ইব্রাহীমপুর)। ঈদগাঁহ রোড (ইব্রাহীমপুর), শিমুলতলা খালের পাড় (উত্তর কাফরুল)। উত্তর কাফরুল হাইস্কুল (উত্তর কাফরুল)। দক্ষিণ কাফরুল হাইস্কুল (দক্ষিণ কাফরুল)। দক্ষিণ কাফরুল গির্জা রোড (দক্ষিণ কাফরুল)। সরণি বিল্ডিং ঝিলপাড় (উত্তর কাফরুল)। অ্যাডভানটেজ স্কুলের সামনে (উত্তর ইব্রাহীমপুর)। কামাল খান রোড (উত্তর ইব্রাহীমপুর)। ৮০ নং দাগ রোডের মাথায় (পশ্চিম ইব্রাহীমপুর)। কামাল খান রোডের মাথায় (উত্তর ইব্রাহীমপুর)। মিতালী রোড হাউজিং (মিতালী হাউজিং)। কর্নার ভিউ রোড (দক্ষিণ কাফরুল)। পশ্চিম কাফরুল হাসান ফিলিং স্টেশন রোড (পশ্চিম কাফরুল)। হালিম ফাউন্ডেশন স্কুলের সামনে (পশ্চিম কাফরুল)। রোকেয়া সরণি (পশ্চিম কাফরুল)।

ওয়ার্ড-২৬: খেলাঘর মাঠ, তেজকুনিপাড়া (তেজকুনিপাড়া)। কারওয়ান বাজার জনতা টাওয়ারের সম্মুখস্থ রাস্তা (কারওয়ান বাজার)।

ওয়ার্ড-২৭: টিঅ্যান্ডটি মাঠ, খেজুরবাগান (খেজুরবাগান এলাকা)। পাকা মার্কেট-শেরেবাংলা নগর (শেরেবাংলা নগর)।

ওয়ার্ড-২৮: হিন্দোল, শতদল, কল্লোল সরকারি কোয়ার্টার। ঈদগাহ মাঠ (বিজ্ঞান জাদুঘরের সামনে)।

ওয়ার্ড-২৯: মোহাম্মদপুর পশু জবাইখানা (মোহাম্মদপুর এলাকা)। জান্নাতবাগ মাঠ, বিজলী মহল্লা (মোহাম্মদপুর এলাকা)। চাঁদের হাট মাঠ, জহুরী মহল্লা (মোহাম্মদপুর এলাকা)।

ওয়ার্ড-৩০: মুনসুরাবাদ হাউজিং। সুনিবিড় হাউজিং স্লুইসগেট-সংলগ্ন (আদাবর এলাকা)।

ওয়ার্ড-৩১: ঈদগাহ মাঠ-শেরশাহশুড়ি রোড (মোহাম্মদপুর)। সলিমুল্লাহ রোড পানির ট্যাংকের সঙ্গে (মোহাম্মদপুর)।

ওয়ার্ড-৩২: হুমায়ুন রোড মাঠ, হুমায়ুন রোড, মোহাম্মদপুর। পিসি কালচার মাঠ-আশা টাওয়ারের পেছনে: মোহাম্মদপুর।

ওয়ার্ড-৩৩: রায়েরবাজার স্মৃতিসৌধের পাশে: রায়ের বাজার এলাকা।

ওয়ার্ড-৩৪: বৈশাখী মাঠ, রায়েরবাজার, রায়েরবাজার এলাকা: মোহাম্মদপুর পশু জবাইখানা (স্থায়ী)। মিরপুর ১১ নং পশু জবাইখানা (স্থায়ী)।

এসএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।