ঈদে রাজধানীতে নিচ্ছিদ্র নিরাপত্তা : বেনজীর আহমেদ


প্রকাশিত: ০২:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ঈদ উপলক্ষে রাজধানীতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে তিনি এ কথা জানান।

বেনজীর আহমেদ বলেন, ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় সকল ঘাটতি পূরণ করা হয়েছে। বিগত বছরের মতো এবারো ঈদুল-আযহা উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বছর বছর আমরা আরো আধুনিক পদক্ষেপ গ্রহণ করছি। প্রত্যাশা রয়েছে ভবিষ্যতে আমরা আরো আধুনিক পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এজন্য তিনি সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিজ দায়িত্ব রয়েছে। তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। আমাদের অনেক কাজে তারা সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তাদের সহযোগিতা আশা করছি।

র‌্যাব মহাপরিচালক বলেন, লঞ্চ টার্মিনালে শ্রমিক, মালিক ও যাত্রী সকলের সঙ্গে কথা বলেছি। আজ প্রচুর লঞ্চ রয়েছে। গতকাল আবহাওয়ার কারণে অনেক লঞ্চ যেতে পারেনি অথবা দেরি হয়েছে। কিন্তু আজ যাত্রী অনুযায়ী পর্যাপ্ত লঞ্চ রয়েছে টার্মিনালে। তাই যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেইউ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।