পশু সংকট, হাটে হাটে দড়ি নিয়ে টানাটানি


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

রাজধানীর কোরবানির পশুর হাটে তীব্র পশু সঙ্কট দেখা দিয়েছে। গরু দেখলেই কার আগে কে নেবেন এ নিয়ে শুরু হয় রশি টানাটানি।

বুধবার রাত থেকে হঠাৎ করে কোরবানির পশুর দাম বেড়েছে আরেক দফা। মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল পর্যন্ত রাজধানীর হাটগুলোতে গরুর দাম কম ছিল। থেমে থেমে বৃষ্টির কারণে ক্রেতারা এই দুদিন হাটে যেতে চাননি।

বৃহস্পতিবার পশু সংকট পরিস্থিতি জটিলাকার রুপ নেয়। বৃষ্টির প্রভাব কমলে গাবতলী থেকে আফতাবনগর সব হাটে ছুটতে তাকে ক্রেতারা। পশুর সংখ্যা কম হওয়ায় শুরু হয় রশি টানাটানি। বেপারিরা এ সুযোগে শতভাগ সুবিধা লুফে নিচ্ছেন।

দুপুরে গাবতলী, পল্লবী, কচুক্ষেত পশুর হাটে গিয়ে গেছে লোকে লোকারণ্য। পকেট ভর্তি টাকা নিয়ে দিন ভর ঘুরেও গরু মিলাতে পারেনি অনেকে। আবার কেউ কেউ পশু কিনেছেন চড়া দামে।
 
এদের একজন আয়কর কর্মকর্তা মেহেদি হাসান। ৭০ হাজার টাকায় মাঝারি আকৃতির একটি গরু কিনেছেন তিনি।  জাগো নিউজকে তিনি বলেন, আজ শেষ বাজার । বিকল্প কোনো পথ নেই বলে দামাদামি করে সময় নষ্ট করলাম না।

আরএম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।