যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফরে স্পিকার


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গতকাল বুধবার রাতে ঢাকা ছেড়েছেন।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

সফরকালে স্পিকার নিউইয়র্কে ২৪-২৮ সেপ্টেম্বর বেশ কয়েকটি সেমিনারে বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়াও স্পিকার জাতিসংঘের অন্যান্য সেশনগুলোতে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে স্পিকার ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য সিপিএ’র মিটিং এ অংশ নেবেন। যুক্তরাজ্য সফরকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ স্পিকারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন। ৮ অক্টোবর স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এইচএস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।