বাংলাদেশি হাজিদের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত ও আহত বাংলাদেশি হাজিদের বিষয়ে খোঁজ নিতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জাগো নিউজকে টেলিফোনে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এ দুর্ঘটনার পর বাংলাদেশি হাজিদের বিষয়ে খোঁজ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এব্যাপারে সৌদিতে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে বলে অবগত করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মিনায় হজ পালনরত অবস্থায় সর্বশেষ খবর পযন্ত ৩১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ৪ শতাধিক। হজের আনুষ্ঠানিকতার শেষ দিকে বড় শয়তানকে কংকর নিক্ষেপকালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে সেখানে কোনো বাংলাদেশি হাজি রয়েছেন কিনা শেষ খবর পাওয়া নাগাদ কেউ জানাতে পারেনি।
এসএ/এমএএস/এমএস