ইয়েমেনে ঈদের জামাতে আত্মঘাতী হামলা : নিহত ১৫


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ইয়েমেনের রাজধানী সানায় ঈদুল আযহার জামাতে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সানার আল বালিলি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসির।
 
স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার  রাজধানী সানার আল বালিলি মসজিদে ঈদুল আযহার নামাজের সময় আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন।

দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদি সৌদি আরব থেকে এডেনে ফেরার দুদিন পর এ হামলার ঘটনা ঘটলো। এর আগে গত মার্চে হুথি বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে সৌদিতে পালিয়ে যান তিনি।

এরপর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাতে শুরু করে। এখনও রাজধানী সানাসহ দেশটির বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে রয়েছে।

সম্প্রতি সানায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট জঙ্গিরা এ হামলায় জড়িত বলে অনেকেই দাবি করেছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।