ভাওয়াইয়া ইনস্টিটিউট হচ্ছে কুড়িগ্রামে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও প্রশিক্ষণের জন্য কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে উপজেলা সাংস্কৃতিককেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার সংসদ ভবনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, প্রয়োজনীয় সংস্কার করে দেশব্যাপী ২১টি জাদুঘরের প্রতিটিতে টিকিট চালু করাসহ তা জনগণের জন্য উন্মুক্ত করার সুপারিশ করা হয় বৈঠকে।

বৈঠকে প্রত্নতত্ত্ব অধিদফতরের চলমান কার্যক্রম সম্পর্কে জানানো হয়। নতুন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শনগুলো শনাক্তকরণ, হেরিটেজ হিসেবে ঘোষণা এবং সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং মাসুদা এম. রশীদ চৌধুরী অংশ নেন।

এইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।