বিটিআরসির কমিশনার হলেন সুব্রত রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সুব্রত রায় মৈত্র।

আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৯(২) অনুযায়ী সুব্রত রায়কে এই নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অতিরিক্ত সচিব হিসেবে প্রধানন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে থাকার সময় গত বছরের ২০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সুব্রত রায়। একই দিন সচিব পদে পদোন্নতিও পান তিনি।

আরএমএম/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।