সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ!
জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলি। তিনিই এক সময় শাসন করেছেন ভারতীয় ক্রিকেটকে৷ কখনো ব্যাট হাতে৷ কখনো অধিনায়কত্বের মুকুটে৷
এবার কি সিএবির ক্রিকেট প্রশাসনের ব্যাটনটাও যেতে চলেছে তার হাতেই? বোর্ড প্রেসিডেন্ট তথা সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার আকস্মিক মৃত্যুতে তাই চলছে জোর জল্পনা৷ এবার কি সিএবি সভাপতির মসনদে অভিষেক হতে চলেছে সৌরভ গাঙ্গুলির?
সিএবি সূত্র জানায়, সভাপতির দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন বর্তমান যুগ্ম সচিব৷ আর তুমুল জল্পনার মধ্যেই এদিন ডালমিয়া-পুত্র অভিষেককে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সৌরভ৷ যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি৷
সিএবির অধিকাংশ কর্তাই মনে করেন, ডালমিয়ার আকস্মিক প্রয়াণে যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, শক্ত হাতে তার হাল ধরতে পারবেন একমাত্র সৌরভই৷ কেননা, ডালমিয়ার পর সেখানে তারই গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য সৌরভের চেয়ে যোগ্য ব্যক্তি আর কে-ই বা হতে পারেন? তবে এখনো মুখে কুলুপ এটেছেন সাবেক ভারত অধিনায়ক৷
তার দাবি, ডালমিয়ার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য অভিষেককে নিয়ে নবান্নে এসেছিলেন মমতা ব্যানার্জিকে নিমন্ত্রণ জানাতে।
কিন্তু, হাই-প্রোফাইল এই বৈঠকের অন্তরালে সিএবির গদিতে সৌরভের অভিষেক নিয়ে জল্পনা কিন্তু চলছে৷
বিএ