মালয়েশিয়া থেকে আরো ৯ বাংলাদেশি দেশে ফিরছেন


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার হওয়া ৭১৬ জনের মধ্যে ইতোমধ্যে ফিরেছেন ৫শ’ বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় আরো ৯ বাংলাদেশি দেশে ফিরছেন বুধবার।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানের বিজি ১৮৭ ফ্লাইটযোগে আজ দেশে ফিরছেন ৯ বাংলাদেশি। বাকি রয়েছেন আরো ২শ জন। ভেরিফিকেশনের মাধ্যেমে তাদেরকে দেশে পাঠানো হবে বলে হাই কমিশন সূত্রে জানা গেছে।

দেশে ফেরা ৯ বাংলাদেশির মধ্যে রয়েছেন, এবাদ আলীর ছেলে মোহাম্মদ আজিম, গফুর সর্দারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, ঝিনাইদহের আব্দুর সাত্তারের ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন ও মো: ইসলাম।

Probasi-Malaysia

এছাড়া কক্সবাজারের নুরুল আলমের ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার মোহাম্মদ বজলির ছেলে মোহাম্মদ আলিম, সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী আমজাদ, নরসিংদীর মনু মিয়ার ছেলে মোহাম্মদ আপোস এবং একই জেলার নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৭১৬ বাংলাদেশিকে লাংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার করে দেশটির পুলিশ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।