হজে গিয়ে সন্তান প্রসব
হজের প্রথম দিনে সৌদি আরবের মিনায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক পাকিস্তানি হাজি। মঙ্গলবার হজের প্রথম দিনে মিনার আল ওয়াদি হাসপাতালে শিশুটির জন্ম হয়। খবর সৌদি গেজেটের।
মিনার আল ওয়াদি হাসপাতালের পরিচালক ড. মুহাম্মদ মালাইবারি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পাকিস্তানি নারী পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
সৌদি আরবের পবিত্র ভূমিতে এবারের হজ শুরু হওয়ার পর এটাই প্রথম শিশু জন্ম দেওয়ার ঘটনা। শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মদ আলী। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, শিশুটির মা ডায়াবেটিসে আক্রান্ত। একারণে তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটির বাবা জানান, মিনায় পৌঁছানোর পর তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় আল ওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে স্বাভাবিক প্রক্রিয়াতেই শিশুটির জন্ম হয়।
পবিত্র নগরীতে সন্তান জন্ম নেয়ায় শিশুটির বাবা আনন্দ প্রকাশ করেন। বিশেষ সেবা দেয়ার জন্য হাসপাতালের স্টাফদেরকে ধন্যবাদ জানান তিনি ।
এসআইএস/এমএস