ডিএমপি মিডিয়াকে অগ্রণী ট্রেডিংয়ের গাড়ি উপহার


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গাড়ির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুরুর রহমান শাকিল।

এসময় ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে মিডিয়া সেন্টারের উন্নয়নের দাবি করছিলেন সবাই। তাই আমরা লজিস্টিক সাপোর্টের জন্য অগ্রণী ট্রেডিংয়ের কাছে গাড়িটি চাই। এই গাড়ির মাধ্যমে মিডিয়া সেন্টারের কাজ আরো গতিশীল হবে। সাংবাদিকরাও কাজের প্রয়োজনে এই গাড়ি ব্যবহার করতে পারবে।

এসময় উপস্থিত মাহবুরুর রহমান শাকিল বলেন, আমরা জেনেছি মিডিয়া সেন্টারে উন্নতমানের লজিস্টিকস নেই। তাই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে আমরা এই গাড়িটি উপহার দিয়েছি। ভবিষ্যতে মিডিয়া সেন্টার কিংবা ডিএমপির যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এবং অতিরিক্ত ডিসি (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার।

 এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।