ঈদে ভিআইপিদের পাচ্ছেন না দেশবাসী


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

এবারের ঈদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়াই করতে হবে দেশবাসীর। ঘটনাক্রমে ঈদের সময়টা দেশের বাইরে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ করবেন দেশেই।

জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, ঢাকায় ঈদ উদযাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ঈদের দিন সাধারণ মানুষ, কূটনীতিক কোরের সদস্যসহ সরকারি-বেসরকারি পেশাজীবিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনই নয়, বাইরে থাকছেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারও। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশে আসলেও বিদেশে ঈদ করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

রেওয়াজ রয়েছে, ঈদের দিন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তবে এবার যেনো চিত্রটা ভিন্ন।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ৬০ জনের একটি প্রতিনিধি দল। সেখানে প্রায় ১১ দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। অার ডেপুটি স্পিকার গেছেন পবিত্র হজ পালন করতে। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ঈদ করবেন সিঙ্গাপুরে।

এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বলা হলেও ঈদ উদযাপনের বিষয়টি আলোচনায় রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে রয়েছেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন। ফলে এবার কুরবানির ঈদে ভিআইপিদের পাচ্ছেন না দেশবাসী।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।