কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

কুরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকায় কিনবে ট্যানারি ব্যবসায়িরা। আর বকরির চামড়া প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা।

বুধবার ধানমন্ডিতে বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া ও পাদুকা রফতানিকারক অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চামড়ার এ মূল্য ঘোষণা করা হয়।

গতবার ঢাকার বাইরে এ দাম ছিল ৭০ থেকে ৭৫ এবং বাইরে ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়ার দাম ধরা হয়েছিল ২৫ থেকে ৩০ টাকা।

বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া ও পাদুকা রফতানিকারক অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি আবু তাহের বলেন, আন্তজাতিক বাজারে চামড়ার দাম কম। তাই স্থানীয় বাজারেও দাম কম হবে। এমনিতে আমরা অনেক লোকশানে আছি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ এ খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।