ভোলার ঘটনায় সুষ্ঠু তদন্ত-বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৯

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে `দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম’ নামক একটি সংগঠন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, গতকাল রোববার ভোলার বোরহানউদ্দিনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-জনতা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে চারজন নিহতসহ শতাধিক নিরপরাধ মানুষ আহত হন। আমরা চাই এ ঘটনাকে কেন্দ্র করে ভোলায় আর কোনো রক্তপাত না ঘটুক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

bhola

তারা আরও বলেন, একই সঙ্গে তদন্তের নামে কোন সাধারণ নিরপরাধ মানুষ যাতে গ্রেফতার-হয়রানির শিকার না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিশেষ দৃষ্টি কামনা করছি।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।