বিভাগ হলে সিটি কর্পোরেশন হবে ফরিদপুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এমন শর্তে ফরিদপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হলো বিভাগীয় সদর দফতরই হবে সিটি কর্পোরেশন। ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি কর্পোরেশন কার্যকর হবে।’

কুমিল্লা, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর তো বিভাগ নয়, সেখানে তো সিটি কর্পোরেশন আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে না। গাইডলাইন হলো বিভাগীয় সদর হলে ওখানে সিটি কর্পোরেশন হবে। এটা ভবিষ্যতের জন্য অনুসরণীয়।’

আরএমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।